রাণীশংকৈলে বড় দিন উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা
- আপডেট সময় : ০৪:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / 118
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশনের উদ্যোগে মোমবার ১৮ ডিসেম্বর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা ও ঠাকুরগাঁও উপজেলা খ্রিস্টান এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। এরপর প্রারম্ভিক প্রার্থনা, বাইবেল পাঠ,উপজাতি সংগীত, প্রসংশা প্রার্থনা এবং কেক কেটে বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শুধু করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশনের কমিটির সভাপতি সুগা মুরমু। প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মুনইম,থানা অফিসার ইনচার্জ সোহেল রানা,জেলা খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি স্যামুয়েল সিং, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, জেলা খ্রিস্টান এসোসিয়েশন কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য রাজেন্দ্র নাথ রায়, উপজেলা খ্রিস্টান এসোসিয়েশনের সহ সভাপতি রবিনাথ রায়, সম্পাদক গনেশ রায়, যুগ্ন সম্পাদক কবিরাজ মরমু প্রমুখ।
এছাড়াও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এবং সাবেক চেয়ারম্যান অমল কুমার রায়, হিন্দু নেতা খোকন সরকার, সাবেক আদিবাসী সমিতির মানিক সরেন,উপজেলার বিভিন্ন গীর্জার পালকগণসহ খ্রিস্টান ধর্মালম্বীদের বিভিন্ন পরিবার ও নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় থানার ওসি উপজেলার খ্রিষ্ঠীয় ধর্মাবলম্বী ও প্রতিটি গীর্জায় ২৫ ডিসেম্বর বড় দিন যথাযথ ভাবে পালন করার ব্যাপারে গীর্জার পালকগণকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।