নিয়োগ বিজ্ঞপ্তি ::
জনপ্রিয় দৈনিক আজকের ঠাকুরগাঁও পত্রিকায় আপনাকে স্বাগতম... উত্তরবঙ্গের গণমানুষের ঠিকান এই স্লোগানকে সামনে রেখে দেশ জনপ্রিয় পত্রিকা দৈনিক আজকের ঠাকুরগাঁও এর জন্য, দেশের প্রতিটি জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে একযোগে সাংবাদিক নিয়োগ চলছে। আপনি যদি সৎ ও কর্মঠ হোন আর অনলাইন গনমাধ্যমে কাজ করতে ইচ্ছুক তবে আবেদন করতে পারেন। আবেদন পাঠাবেন নিচের এই ঠিকানায় ajkerthakurgaon@gmail.com আমাদের ফেসবুল পেইজঃ https://www.facebook.com/ajkerthakurgaoncom প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল : ০১৮৬০০০৩৬৬৬

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে ডিসি অফিসে এলাকাবাসির আবেদন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / 102
আজকের ঠাকুরগাঁও অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মহেষপুরে আবাসিক এলাকায় গড়ে উঠা জেএমকে নামে একটি অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ প্রায় দেড় শতাধিক এলাকাবাসি গণস্বাক্ষর করে জেল প্রশাসক বরাবরে আবেদন করেছে।

জেলা প্রশাসক বরাবরে এলাকাবাসির আবেদনের সূত্র ধরে সরেজমিনে দেখা যায়, জেএমকে ইট ভাটায় আগুন দিয়ে ইট পুড়ানোর কাজ চলছে। আর তার পাশেই ফোর স্টার নামে আরও একটি ইটভাটায় আগুন দেওয়ার প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসন সূত্রে জানাযায়, জেএমকে ইটভাটার বৈধ কোন অনুমোদনসহ পরিবেশের ছাড়পত্র নেই। প্রশাস জেএমকে ইটভাটার হাফ ৫০০ মিটারের মধ্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইটভাটাটির ৫০ মিটার থেকে আবাসিক এলাকার শুরু। বর্তমানে ইটভাটার ইট পুরানো কাজ শুরু হওয়ায় ট্রাক্টরের ধূলাবালি ও ভাটার ধোয়ায় অতিষ্ঠ্য এলাকাবাসি। ইটভাটাটির মালিক এলাকার প্রভাবশালী হওয়ায় নিয়ম নীতিকে তোয়াক্কা না করে দাপটের সাথে ভাটাটি পরিচালনা করে আসছেন প্রায় ১ যুগ থেকে। জেএমকে ইটভাটাটি গত বছরে বন্ধ করার কথা থাকলেও বন্ধ করেনি ভাটার মালিক মাহাতাব উদ্দীন।
নের অনুমতি ছাড়া অবৈধ ভাবে ইটভাটাটি চললেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ কারণে এলাকাবাসি ক্ষোভ চরমে পৌছেছে।

মহেষপুর এলাকার সাবেক ইউপি সদস্য নুর আলম বলেন, জেএমকে ইটভাটার পাশে বাড়ি হওয়ার কারণে দীর্ঘদিন থেকে ভাটাটির ধূলো আর ধূয়ার কারণে জীবস অতিষ্ঠ হয়ে গেছে। এ কারণে আশপাশের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকার দেড় শতাধিক মানুষ ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে ভাটাটি বন্ধের দাবিতে গত ১৮ ডিমেম্বর আবেদন করেছি। ইটভাটাটি প্রশাসনেন অনুমতি ছাড়া কি ভাবে চলছে কিছুই বুঝতে পারছি না। কি ভাবে অবৈধ ভাবে জেএমকে ইটভাটা চলছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কোন উত্তর দিতে পারেনি। আমরা চাই প্রশাসন এলাকাবাসির কথা চিন্তা করে দ্রুত সময়ে পদক্ষেপ নিবেন।
ওই এলাকার নজরুল, তমাল, রহিম, হাসিবুল, আরমান বলেন, এলাকার মানুষ দিন দিন নানা রোগে ভুগছেন। বিশেষ করে শিশুদের রোগ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধরা স্বাসকষ্ঠসহ হাপানি রোগে ভুগছে। ধূলাবালির কারণে পড়নের ও বাড়ির কাপড় নোংড়া হয়ে যাচ্ছে। আমরা কি অবস্থায় আছি অন্যরা না দেখলে বুঝবে না। এ কারণে ডিসি অফিসে জেএমকে ইটভাটা বন্ধের জন্য অবেদন করেছি। প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দলনে যাব।

ইটভাটাটির অনুমোন বা পরিবেশের ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে জেএমকে ইটভাটার মালিক মাহাতাব উদ্দীন বলেন, ভাটাটি কয়েকজন মিলে চালাচ্ছি তাদের কাছে খবর নিয়ে জানাতে পারব কাগজের কি অবস্থা। তাছাড়া আমরটা অবৈধ হলে পাশেরটিও অবৈধ। তারা চলছে আমরাও চলছি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসাদুল ইসলাম বলেন, জেএমকে ইটভাটার বৈধ কোন কাগজপত্রের নথি জমা নেই। এলাকাবাসির আবেদনটি সংশ্লিষ্ট উপজেলায় ফাটানো হবে। উপজেলা নিবার্হী কর্মকতার্ মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে ডিসি অফিসে এলাকাবাসির আবেদন

আপডেট সময় : ০১:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মহেষপুরে আবাসিক এলাকায় গড়ে উঠা জেএমকে নামে একটি অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ প্রায় দেড় শতাধিক এলাকাবাসি গণস্বাক্ষর করে জেল প্রশাসক বরাবরে আবেদন করেছে।

জেলা প্রশাসক বরাবরে এলাকাবাসির আবেদনের সূত্র ধরে সরেজমিনে দেখা যায়, জেএমকে ইট ভাটায় আগুন দিয়ে ইট পুড়ানোর কাজ চলছে। আর তার পাশেই ফোর স্টার নামে আরও একটি ইটভাটায় আগুন দেওয়ার প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসন সূত্রে জানাযায়, জেএমকে ইটভাটার বৈধ কোন অনুমোদনসহ পরিবেশের ছাড়পত্র নেই। প্রশাস জেএমকে ইটভাটার হাফ ৫০০ মিটারের মধ্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইটভাটাটির ৫০ মিটার থেকে আবাসিক এলাকার শুরু। বর্তমানে ইটভাটার ইট পুরানো কাজ শুরু হওয়ায় ট্রাক্টরের ধূলাবালি ও ভাটার ধোয়ায় অতিষ্ঠ্য এলাকাবাসি। ইটভাটাটির মালিক এলাকার প্রভাবশালী হওয়ায় নিয়ম নীতিকে তোয়াক্কা না করে দাপটের সাথে ভাটাটি পরিচালনা করে আসছেন প্রায় ১ যুগ থেকে। জেএমকে ইটভাটাটি গত বছরে বন্ধ করার কথা থাকলেও বন্ধ করেনি ভাটার মালিক মাহাতাব উদ্দীন।
নের অনুমতি ছাড়া অবৈধ ভাবে ইটভাটাটি চললেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ কারণে এলাকাবাসি ক্ষোভ চরমে পৌছেছে।

মহেষপুর এলাকার সাবেক ইউপি সদস্য নুর আলম বলেন, জেএমকে ইটভাটার পাশে বাড়ি হওয়ার কারণে দীর্ঘদিন থেকে ভাটাটির ধূলো আর ধূয়ার কারণে জীবস অতিষ্ঠ হয়ে গেছে। এ কারণে আশপাশের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকার দেড় শতাধিক মানুষ ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে ভাটাটি বন্ধের দাবিতে গত ১৮ ডিমেম্বর আবেদন করেছি। ইটভাটাটি প্রশাসনেন অনুমতি ছাড়া কি ভাবে চলছে কিছুই বুঝতে পারছি না। কি ভাবে অবৈধ ভাবে জেএমকে ইটভাটা চলছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কোন উত্তর দিতে পারেনি। আমরা চাই প্রশাসন এলাকাবাসির কথা চিন্তা করে দ্রুত সময়ে পদক্ষেপ নিবেন।
ওই এলাকার নজরুল, তমাল, রহিম, হাসিবুল, আরমান বলেন, এলাকার মানুষ দিন দিন নানা রোগে ভুগছেন। বিশেষ করে শিশুদের রোগ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধরা স্বাসকষ্ঠসহ হাপানি রোগে ভুগছে। ধূলাবালির কারণে পড়নের ও বাড়ির কাপড় নোংড়া হয়ে যাচ্ছে। আমরা কি অবস্থায় আছি অন্যরা না দেখলে বুঝবে না। এ কারণে ডিসি অফিসে জেএমকে ইটভাটা বন্ধের জন্য অবেদন করেছি। প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দলনে যাব।

ইটভাটাটির অনুমোন বা পরিবেশের ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে জেএমকে ইটভাটার মালিক মাহাতাব উদ্দীন বলেন, ভাটাটি কয়েকজন মিলে চালাচ্ছি তাদের কাছে খবর নিয়ে জানাতে পারব কাগজের কি অবস্থা। তাছাড়া আমরটা অবৈধ হলে পাশেরটিও অবৈধ। তারা চলছে আমরাও চলছি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসাদুল ইসলাম বলেন, জেএমকে ইটভাটার বৈধ কোন কাগজপত্রের নথি জমা নেই। এলাকাবাসির আবেদনটি সংশ্লিষ্ট উপজেলায় ফাটানো হবে। উপজেলা নিবার্হী কর্মকতার্ মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।