বছরের প্রথম দিনেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
- আপডেট সময় : ০৭:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / 81
বছরের প্রথম দিনেও দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র হচ্ছে শীত। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে এক দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের মাত্রা বেড়েছে। দুইদিন ধরে সূর্যের দেখা মিলছে দেরিতে। দিনের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেলের পর থেকে বাড়ছে শীত।
সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে, রোববার একই সময় এখানে রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
এদিকে, তাপমাত্রার অবনতি আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দেখা মিললও উত্তাপ তেমন বেশি একটা স্থায়ী থাকছে না। দুপুরে গড়াতেই হিম শীতল বাতাস বইতে শুরু করে। সন্ধ্যার পর শুরু হয় শীতের দাপট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে পথঘাট।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকানুজ্জামান রোকন বলেন, কত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে এখানে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এখানে শীতের তীব্রতা একটু বেশি। এই সময়টাতে তাপমাত্রাও নিচে নেমে আসে এখানে। তাপমাত্রা আরো কমার আশঙ্কা রয়েছে।