সিলেটে জৈন্তাপুরে সরকারি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে নওগাঁয় ইউএইচএফপিওর বিক্ষোভ ও মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / 54
জানাগেছে গত ১৮ জানুয়ারি দুর্বৃত্ত কর্তৃক সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারকীয় তাণ্ডব চালিয়ে স্বাস্থ্যকর্মীর উপর হামলা, ভাংচুর , অগ্নিসংযোগ ও সরকারি সম্পত্তি বিনষ্টের প্রতিবাদে ইউএইচএফপিও ফোরামের ডাকা দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে আজ বেলা ১২ টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ইউএইচএফপিও ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা: মুহা: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে হাসপাতালের ডাক্তার ,নার্সসহ সর্বস্তরের কর্মকর্তা ,কর্মচারি অংশগ্রহণ করেন। স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তারা ।
এছাড়া কর্মস্থলের নিরাপত্তায় স্বার্থে সশস্ত্র আনসার বা স্বাস্থ্য পুলিশ চালুর ব্যাপারে সরকারের কাছে জোর দাবি করে বক্তব্য দিয়েছেন বক্তারা।