রাজনীতিবিদ সিরাজুর রহমান সিরাজের প্রার্থীতা ঘোষণা
- আপডেট সময় : ০৫:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / 55
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলায় জননন্দিত রাজনীতিবিদ ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজের প্রার্থীতা ঘোষণা।
রবিবার সন্ধ্যায় মা-বাবার কবর যিয়ারাতের পর নিজ বাড়িতে পবিত্র জন্মস্থান শিবপুরের সর্বস্তরের জনসাধারণের সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভা করেন সিরাজুর রহমান সিরাজ। সুজাত মিয়া’র সভাপতিত্বে ও আব্দুল তাহিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বাবু রবীন্দ্র কুমার দাস তালুকদার, রইছ মিয়া, নজরুল ইসলাম, মুজিবুর রহমান মুজিব, আবুল কালাম, আব্দুল তাহিদ, মাশুক মিয়া, শামসুদ্দীন, মঈনউদ্দীন, সাহানুর রহমান প্রমূখ ।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ সিরাজুর রহমান সিরাজ তাঁর বক্তব্যে বলেন, আমি শান্তিগঞ্জের সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চাই,আমি এ অঞ্চলের অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই, শিবপুর (ডুংরিয়া) গ্রামের পাড়া-প্রতিবেশীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব তাই আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য