রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
- / 40
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম,উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, ওসি সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান শরৎ চন্দ্র ও মতিউর রহমান মতি,ফায়ার স্টেশন অফিসার নাসিম ইকবাল প্রমুখ।
সভার শুরুতে বক্তারা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ
মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস,বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং, চুরি ও প্রচন্ড তাপদাহে আগুন প্রতিরোধের বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন
এসময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।