সংবাদ শিরোনাম ::
নিয়োগ বিজ্ঞপ্তি ::
রাণীশংকৈলে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / 36
দেশের শীর্ষস্থানীয় পাঠকনন্দিত দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার “সাহসিকতার এক যুগে পদার্পণ” উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) অফিস কক্ষে ঢাকা থেকে প্রকাশিত দেশের বহুল প্রচলিত ১২ পৃষ্ঠার জাতীয় দৈনিক “আমার সংবাদ” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । পরে প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় কথা বলেন প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।
এসময় প্রেসক্লাব সহ-সভাপতি ও দৈনিক কালবেলা রাণীশংকৈল প্রতিনিধি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কুশমত আলী, দৈনিক মুক্তখবর প্রতিনিধি মহসিন আলী,সকালের সময় প্রতিনিধি লেমন সরকার, আলোচিত কন্ঠ প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক মানবাধিকার প্রতিদিন প্রতিনিধি আঃ জব্বার,দেশবাংলা প্রতিনিধি অভিষেক চন্দ্র রায়সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের কারণে দৈনিক “আমার সংবাদ” পত্রিকা পাঠক মহলে সমাদৃত হয়েছে। দেশ ও জাতি কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। সেই সাথে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রকাশক, সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদকর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার রাণীশংকৈল প্রতিনিধি জাহাঙ্গীর আলম।