ঠাকুরগাঁওয়ে নো হেলমেট নো ফুয়েল
- আপডেট সময় : ০৯:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
- / 40
একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না এ প্রতিপাদ নিয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় নো হেলমেট নো ফুয়েল ক্যাম্পিং করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় রুপসী বাংলা পেট্রোল পাম্পের নো হেলমেট নো ফুয়েল লেখা সম্বলিত ব্যানার স্থাপন করে এ ক্যাম্পিং চালায় পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, হেলমেট না থাকলে তেল দেবে না পেট্রোল পাম্প। তেল বিতরণ কোম্পানিগুলোর তরফে পেট্রোল পাম্পের মালিকদের এমন নির্দেশ সংবলিত চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ।
এ সময় হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদেরকে নো হেলমেট নো ফুয়েল বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এখন থেকে হেলমেট বিহীন কোন মোটরসাইকেল চালক ঠাকুরগাঁও শহরে কোন পেট্রোল পাম্প হতে পেট্রোল সংগ্ৰহ করতে পারবে না
এ সময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,পদন্নোতি পাওযা পুলিশ সুপার লিজা
ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ কবির ওয়াহিদ, টি আই প্রদিপ কুমার শাহা ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ মনছুর আলী প্রমুখ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি ফেরোজ কবির ওহায়েদ গুলফামুল ইসলাম মন্ডল বলেন,চালকদের সচেতন করতে এই প্রচারনা চলছে।এতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে এবং হতাহতের সংখা কমবে।