ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ১৬ বছরের মেয়েকে অপহরণের অভিযোগে ২ জন গ্রেফতার ।
- আপডেট সময় : ০৭:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / 37
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং — চারোল ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের আজিজুল ইসলাম এর নাতিনী (১৬) বছরের মেয়ে আফছানা আক্তার মিমিকে অপহরণের অভিযোগ উঠেছে, এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেছেন।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, মোছাঃ আফছানা আক্তার মিমি(১৬), স্থানীয় পশ্চিম বাঁশগাড়া স্কুলে দশম শ্রেণিতে লেখাপড়া করে। সুযোগ বুঝে একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে দুলাল হোসেন (২৮) ও ঠাকুরগাঁও সদর থানার পিতা মানিক এর ছেলে আব্দুর রশিদ ( ২৫), ।
২৯ জুন শনিবার আফছানা আক্তার মিমি সন্ধ্যা , ৬ ঘটিকার সময় প্রাইভেট পরে বাসা ফেরার পথে অটোরিকশা যোগে আফছানা আক্তার মিমিকে দুলাল হোসেন, ও আব্দুর রশিদ এই দুজনে অপহরণ করে নিয়ে যায়। পরে আজিজুল ইসলাম স্থানীয় লোকজন সাথে আলোচনা করে নাতিনীকে ফিরে পেতে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেন স্থানীয়রা । পরে আজিজুল ইসলাম বালিয়াডাঙ্গী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন ।
মামলা সূত্রে জানা যায়,বালিয়াডাঙ্গী থানার পুলিশ অভিযান চালিয়ে আফছানা আক্তার মিমিকে অপহরণ কারী দুলাল হোসেন ও আব্দুর রশিদকে ঠাকুরগাঁও সদর থেকে গ্ৰেফতার করে পুলিশ ।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, অপহরণ এর একটি মামলা হয়েছে অপহরণ এর সাথে জড়িত থাকায় দুই জনকে গ্রেফতার ও করা হয়েছে । গ্রেফতার কৃত আসামিদের বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।