ঠাকুরগাঁওয়ে আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ
- আপডেট সময় : ০৯:৫২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / 18
বিকেল থেকেই ঠাকুরগাঁওয়ে নদীগুলোতে বাড়তে শুরু করেছে পানি। উজানের ঢলে হু হু করে পানি বাড়ায় বিপদসীমার উপড় দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ অবস্থায় নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করায় শনিবার সন্ধ্যার পর থেকে ঘর ছেড়ে শিশু সন্তানসহ বস বয়সীদের নিয়ে আশ্রয় কেন্দ্রে ছুটছেন পরিবার পরিজনোরা। কেউ কেউ আবার গবাদিপশু ও ঘরের ভেতরে থাকা জিনিসপত্র নিয়েও উঠছেন সরকারি আশ্রয় কেন্দ্রে।
এরই মধ্যে ডিসিবস্তি, এসিল্যান্ড বস্তি, জলেশ্বরী তলাসহ বেশকয়েকটি স্থানে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বসবাসরতরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
ভুক্তভোগিরা জানান, দ্রুত পানি বৃদ্ধি হওয়ার কারনে বাড়ির ভেতরে থাকার কারনে কিছুই বের করা যায়নি। ঘরবাড়ির ভেতর পানি ঢুকে গেছে। বাচারে জন্য সব ছেড়ে চলে আসতে হয়েছে।
এ অবস্থায় প্রর্যাপ্ত পরিমান আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তিতে তাদের শুকনো খাবারসহ অন্যান্য সহযোগীতা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।