ছাত্র-জনতার বিজয় ও অন্তর্বতীকালীন সরকারকে গণ আজাদী লীগের অভিনন্দন
- আপডেট সময় : ১২:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / 18
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয়কে ও অন্তর্বতীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ গণ আজাদী লীগ ৬ আগস্ট ২০২৪ মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় পার্টির জরুরি সভা বাংলাদেশ গণ আজাদী লীগের কার্যনির্বাহী সভাপতি সৈয়দ রশিদুল আলম তর্কবাগীশ এর সভাপতিত্বে ও মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বরেণ্য শিক্ষাবিদ ডক্টর মোঃ হাবিবুর রহমান খান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী ও প্রেসিডিয়াম সদস্য
এ্যাডভকেট মোঃ লতিফুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আবদুল হাই সবুজ, যুগ্ম মহাসচিবলায়ন মোঃ জহিরুল ইসলাম মিন্টু , কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ তোজুল ইসলাম লিটন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি রিক্তার হোসেন, শেখ রিয়াজুল ইসলাম রিয়াদ, মোঃ এনাম হোসেন, আশরাফুর রহমান ফরহাদ চৌধুরী প্রমুখ।
জরুরী সভায় নেতৃবৃন্দ বলেন স্বৈরাচারী সরকারের পদত্যাগে কর্তৃত্ববাদী শাসন অবসানের মধ্য দিয়ে সব ধরনের বৈষম্যের নিরসন হয়েছে। পাশাপাশি দেশে উদার-গনতন্ত্র, সুশাসন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ উন্মোচিত হলো।
নেতৃবৃন্দ আশা ব্যক্ত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ফডল অন্তর্বতী কালীন সরকার আন্তধর্মীয় সম্প্রীতি বজায় রেখে, দুর্নীতির মুলোৎপাটন করে, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের ইতিহাস নির্ধারিত ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আরো বলেন ছাত্র–জনতার অভ্যুত্থানের বিজয়ের সুযোগে পরাজিত কুচক্রী শক্তি সারা দেশে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। বিচক্ষণতার সাথে শক্তহাতে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। নেতৃবৃন্দ বলেন হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকার দেশে উদারগণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সর্বব্যাপী সংস্কার ও রাস্ট্র মেরামতের প্রক্রিয়ার বাংলাদেশ গণ আজাদী লীগ ও সারাদেশের নেতৃবৃন্দ সর্বশক্তি নিয়ে পাশে থাকবে।