সংবাদ শিরোনাম ::
নিয়োগ বিজ্ঞপ্তি ::
রাণীশংকৈলে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / 14
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে মা মেরিনা বেগম (৪৫) ও মেয়ে সাথী আক্তার (১৪) নামে দুজনের একসাথে মৃত্যুর খবর পাওয়া গেছে।
১১ আগষ্ট (রবিবার) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে এ ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম মেয়ে সাথী আক্তার দুজনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে মাঠে যাই । দুপুরে হঠাৎ ঘন মেঘ বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতের স্বীকার হয়। এসময় ঘটনাস্থলে মা ও মেয়ে মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। একসাথে বজ্রপাতে মা মেয়ের মৃত্যু খুবই দুঃখজনক।
এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।