কবিতাঃ- কোরআনের পাখি
- আপডেট সময় : ০২:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / 9
কলমেঃ- মহসিন আলম মুহিন
ঘুমিয়ে গেছে শান্ত হয়ে এদেশের কোরআনের পাখি,
সুমধুর সুরে মানুষের ধারে আর করবে না ডাকাডাকি।।
বলবে না আর ঈমানের কথা, কোরআন হাদিস থেকে,
এতো সুন্দর বুঝানোর মানুষ-হবে না আর মর্তলোকে।।
কত অমুসলিম কলেমা পড়ে-পেলো তারা পথের দিশা,
আমরা অভাগা বুঝি না তাহারে চোখ ভরা কুয়াশা!
কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, রাজনীতি, দিনের বুঝের দাওয়াত,
সুন্দর করে মানুষকে বুঝাতেন, কেমন হবে মা-বাবার খেদমত।।
জীবনের শুরু থেকে শেষাবধি, যত আছে খোদার বিধান,
তাফসির করে, মানুষের অন্তরে, পৌঁছে দিতেন যা ছিলো-মহামুল্যবান।।
রাতের পর রাত, দিনের পর দিন, ধর্মের করতেন সেবা,
দেশ বিদেশে ছড়িয়ে দিলেন কোরআনের বানী কত বড় মর্তবা।।
দুই দুইবার সংসদ সদস্য বাংলাদেশের, আপোষহীন ধর্মীয়, ইসলামের এক নেতা,
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, হৃদয় দিয়ে শুনতো তাহার কথা।।
অনেক গ্রন্থের প্রণেতা তিনি, জ্ঞান-গর্ভ তার আলোচনা,
আল্লাহ ভীতি, রাসূল প্রীতির ছিলেন এক শ্রেষ্ঠ নমুনা।।
সৌদি সরকারের রাজকীয় মেহমান ছিলেন -“আল্লামা” দেলোয়ার হোসেন সাঈদী,
ইরানের ইমাম, খোমেনিরও ছিলো-সাঈদীর প্রতি প্রেম -প্রীতি।।
ইসলামিক স্কলার, ধর্মীয় জ্ঞানে পরিপূর্ণ, ছিলো তার আপোষহীন নীতি-
আবার কুয়েত-ইরাক দ্বন্দ্ব অবসানে ইসলামিক সার্কেল ‘নর্থ আমেরিকা দিলো তাকে-“আল্লামা” উপাধি।।
উনিশশত চল্লিশ সালের দুই ফেব্রুয়ারী এসেছিলেন সুন্দর এই ধরণীতে,
দুই হাজার তেইশ সালের চৌদ্দই আগষ্ট চলে গেলেন রবের ডাকে ওপারেতে!
আল্লাহ মহান অন্তর্যামী জানেন জাহেরী-বাতেনী খবরের আলামত,
তাহার তরে দরখাস্ত-“আল্লামা”-কে দিয়েন বেহেশতে আপনার সব নাজ-নেয়ামত।।
মানুষ হিসাবে যদি কোনো গুনাহ তার থেকে থাকে-মাফ করে দিয়েন প্রভু তাকে,
দ্বীনের দায়ী হিসাবে-জান্নাতুল ফেরদৌসের মেহমান করিয়েন আমাদের-“কোরআনের পাখিটাকে”।।