সংবাদ শিরোনাম ::
নিয়োগ বিজ্ঞপ্তি ::
কবিতা : দাদাটা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / 26
কবি মাহফুজা রহমান
ছেলেটাযে গেলো
ফিরে আর এলো,
মুনা জোহা লালু
কেউ মন্ত্রী হলো!
আমার সোনাটা কোথায়!
এখনযে লোক
রাস্তা টকবক,
অধিকার নিক
ছেলেটারে দিক!
ফিরিয়ে,লুকাই গুহায়!
যার ঘর গেছে
ঘর দেব গুছে,
অশ্রু জলে মুছে
বলছি যা হাছে!
শুধু ছেলেটা ফিরে দাও!
আমার করিয়া
পরাণ ভরিয়া,
দেখবো চাহিয়া
বলে লক্ষি টিয়া!
বলবো সোনাটি ঘুমাও!
বউ করে নেবে
জুঁইরে দেখবে,
পড়া শেষ হবে
কবেযে আসবে!
খোকা আমার এ’ ঘর!
মেয়েটি শ্যামলা
বুঝেনা ঝামেলা,
মা তার সরিলা
বাড়ি উঁচা টিলা,
খোকার যে পছন্দের!
কত কোলাহল
আনন্দ মহল,
খোলে দিল হল
খোকা কই বল!
এবার আসলেগো বাড়ি,
জানাবো বিদায়
পড়াটা লোহায়,
রাখিবো কোণায়
বন্দী দরজায়!
স্কুলটা দেব কষে আড়ি!
পড়াশোনা থাক
ছেলে বেঁচে যাক,
আমার যে খাক
এসে তা মিটাক!
আয়রে আমার খোকাটা!
তোর বাপ কাঁদে
নিয়ে পেটে ক্ষিদে,
তোর বোন খুদে
সেও আছে জেদে
ডাকে ক্ষণেক্ষণে দাদাটা!