জগন্নাথপুর পৌরসভার কর নির্ধারক এলাইছ মিয়া বরখাস্ত
- আপডেট সময় : ০৮:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / 40
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কর নির্ধারক এলাইছ মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্য সূত্রে জানা যায় এলাইছ মিয়ার বিরুদ্ধে আইন ও বিধি বহির্ভূত কাজের অভিযোগ থাকায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি নোটিশের মাধ্যমে এলাইছ মিয়াকে জানানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়- মোঃ এলাইছ মিয়া পিতাঃ মৃত আকল মিয়া, অফিস পদবী কর নির্ধারক, জগন্নাথপুর পৌরসভা, সুনামগঞ্জ। দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে, আপনি যথাসময়ে অফিসে না এসে আপনার মনগড়া সময়ে অফিসে আসছেন বিধায় দায়িত্ব এবং কাজে চরম অবহেলার পরিচয় পাওয়া যায় যাহা পৌর চাকুরী বিধিমালা লঙ্ঘন করেন। বিগত ৪৩ নং মাসিক সভায় সকল কাউন্সিলরবৃন্দ আপনার কাজের তীব্র সমালোচনা করেন এবং বারবার তাগিদ দেওয়া সত্ত্বে ও পৌরসভার নবনির্মিত ও পুরাতন ভবন এর হালনাগাদ কর নির্ধারণ করেননি ইহাতে পৌরসভা কাঙ্খিত রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি দেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে উদ্দ্যেশ্য করে আপনি সমাজিক যোগাযোগ (ফেসবুক) এর মাধ্যমে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় জগন্নাথপুর পৌর পরিষদ এবং কর্মকর্তা / কর্মচারীগণ গুরুতর ঝুকির মধ্যে পড়ে যায়। আপনার এহেন কার্যকলাপে জগন্নাথপুর পৌরসভার যানমাল সমুহ ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে। বিধি বর্হিভূত কাজের জন্য আপনাকে বিগত ১৮/০৭/২০২২খ্রিঃ তারিখে জগঃ পৌঃ/২০২২/১৭০৭ নং স্মারক মুলে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। সকল পৌর কাউন্সিলর এর অনুরোধে সে আদেশ প্রত্যাহার করা হয়। এহেন অবস্থার প্রেক্ষিতে আপনার দায়িত্ব পালনে চরম অবহেলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমুলক স্ট্যাটাস দেওয়ার দায়ে পৌরসভা কর্মচারী চাকুরী বিধি ১৯৯২ এর ৪৬(১) বিধি ৪০ (ক) (খ) ধারা অনুযায়ী আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো। পরবর্তীতে আপনাকে কেন স্থায়ী বরখাস্ত করার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে না, পত্র প্রাপ্তির ১৫ (পনের) কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আক্তার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- বিষয়টি সত্য, উনার বিরুদ্ধে অভিযোগের উপযুক্ত প্রমাণ থাকায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।