সংবাদ শিরোনাম ::
নিয়োগ বিজ্ঞপ্তি ::
রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / 16
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে সিরাজুল ইসলাম (৫৬) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রবিবার দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার দক্ষিণ ভান্ডারা এলাকায় এ ঘটনা ঘটে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত সিরাজুল ইসলাম রাণীশংকৈল পৌর এলাকার দক্ষিণ ভান্ডারা গ্রামের মৃত অগনু’র ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পেশায় টিউবওয়েল মিস্ত্রি সিরাজুল ইসলাম বেশ কয়েক বছর ধরে মানসিক অসুস্থ ছিলেন। নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এতে বেশ কিছুদিন আগে মানসিক সমস্যা দেখা দেয় তার। বিভিন্ন সময়ে তাকে চিকিৎসাও করানো হয়। ঘটনার রাতে বাড়ি থেকে বেরিয়ে গেলে সে নিজ বাড়ির সামনে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দেয়।
রাতেই পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে। কিছুক্ষণ খোঁজাখুজির পরে আম গাছের ডালের সাথে রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ঝুলন্ত অবস্থায় দেখে তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান, এই মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকাই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।।