কলাম : স্বাস্থ্যখাত নিয়ে কিছু কথা
- আপডেট সময় : ০৬:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / 26
কবি ; মাহফুজা রহমান
আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যা দিয়ে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো(সার্জিস আলম)!
বাহ্ কি দারুণ গভীর জ্ঞানের বহিঃপ্রকাশ!
আমি স্বাস্থ্যখাতের একজন হয়ে বলতে চাই, আমরা এমন একটি স্বাস্থ্য খাত চাই যা দিয়ে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো!মানুষ যেন আপাতত সামান্য জ্বরের জন্যই বিদেশ পাড়ি জমাতে না হয়!আমরা উন্নত,ভেজালমুক্ত,দূর্নীতিমুক্ত চিকিৎসা ব্যবস্থা চাই!
দেখেন বিদেশ যেখানে -তিন জন রোগীর জন্য একজন নার্স বরাদ্দ করা হয়,আমরা কি দশ জনের জন্য একজন করতে পারিনা.?
আমরা যখন সদর হসপিটাল গুলোতে ডিউটি করি,প্রতি ষাট সত্তর জন রোগীর জন্য দু বা তিন জন নার্স দেওয়া হয়,সঙ্গে দু-একজন স্টুডেন্ট!কেনো,এ খাতের জন্য কি কোন বাজেট নেই!
সেই সুবাদে হিসেব করে দেখেন বাংলাদেশে স্বাস্থ্যখাতে কত কত নার্সের সংকট!নার্স নিয়োগের বড্ড প্রয়োজন!আনাচে কানাচে অবৈধ নার্সিং প্রতিষ্ঠান গড়ে উঠা দমন করতে হবে! যা নৈতিক শিক্ষার অভাবে প্রফশনে বড়ো নেগেটিভ প্রভাব পড়ে!
হসপিটালগুলোতে যত বুয়া ডাক্তার নার্স রয়েছে এদের খুঁজে খুঁজে অপসারণ করতে হবে!
আমরা দ্রুত যথা সম্ভব এই অনৈতিক কার্যকলাপ থেকে সরকারের নিকট মুক্তির দাবি জানাচ্ছি!