নিয়োগ বিজ্ঞপ্তি ::
জনপ্রিয় দৈনিক আজকের ঠাকুরগাঁও পত্রিকায় আপনাকে স্বাগতম... উত্তরবঙ্গের গণমানুষের ঠিকান এই স্লোগানকে সামনে রেখে দেশ জনপ্রিয় পত্রিকা দৈনিক আজকের ঠাকুরগাঁও এর জন্য, দেশের প্রতিটি জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে একযোগে সাংবাদিক নিয়োগ চলছে। আপনি যদি সৎ ও কর্মঠ হোন আর অনলাইন গনমাধ্যমে কাজ করতে ইচ্ছুক তবে আবেদন করতে পারেন। আবেদন পাঠাবেন নিচের এই ঠিকানায় ajkerthakurgaon@gmail.com আমাদের ফেসবুল পেইজঃ https://www.facebook.com/ajkerthakurgaoncom প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল : ০১৮৬০০০৩৬৬৬

জাতীয় কবি কাজী নজরুল দর্শন ও চেতনার কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মানের শপথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / 11
আজকের ঠাকুরগাঁও অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:

 

বাঙ্গালী জাতি নিদ্রা ঘুম আর শুধু স্বপ্ন দেখেই কাটিয়ে দিল সময়—– দিন চলে যায় দিন চলে যায় হেলাফেলা অবহেলে- ঘুম ভাংগেনা স্বপ্ন টোটেনা—–!!

অনেক অনেক দিন পর নজরুলীয় দর্শন ভাবনায় আমাদের তরুণ নবীন কিশোররা দরজায় কড়া নেড়ে ডাক দিলো—- “ভোর হলো দোরখোলো হে ঘুমন্ত জাতি!!! রাত পোহানোর দেরী নেই পাঞ্জেরী!!

হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো?? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে??? ——–

“ঐ নতুনের কেতন ওড়ে” শীর্ষক নজরুলীয় আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও কবি কাজী নজরুল ইসলামের লেটো নাটক ” পাবলিসিটি “র সফল মঞ্চায়ন।

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮ তম মহাপ্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে ৫ দিনব্যাপী নজরুল উৎসবের দ্বিতীয় দিন বেইলি রোডস্থ মহিলা সমিতি মিলনায়তনে ২৮ আগস্ট ২০২৪ বুধবার বিকেল ৫ ঘটিকায় ওই নতুনের কেতন উড়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হলো।আলোকিত নজরুল গবেষক প্রেমিদের কথামালায়।

 

‘সাম্য, সম্প্রীতির নজরুলীয় চেতনা ও দর্শনে উজ্জীবিত হোক কাঙ্ক্ষিত বাংলাদেশ ‘ এই প্রত্যয়ে নজরুল উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও ‘কাঙ্খিত বাংলাদেশ’ এর সমন্বয়ক রাস্ট্র চিন্তক মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও সমন্বয়ক কবি ও কথাসাহিত্যিক নাসরিন ইসলাম শেলী এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল মাসুদ আহমেদ , উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাস্ট্রদূত ও সচিব নজরুল একাডেমির সভাপতি, নজরুল গবেষক জনাব মসয়ুদ মান্নান এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন এর সাবেক সচিব (ভারপ্রাপ্ত) লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ জকরিয়া,

উইং কমান্ডার (অবঃ) রাস্ট্র চিন্তক ও নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ আহমেদ কবির, বিশিষ্ট নাট্যজন ও সংস্কৃতজন মোঃ হারুন অর রশীদ রাজা, জাতীয় নারী সাহিত্য পরিষদের সভাপতি কবি হাসিনা মমতাজ হাসি।

প্রধান আলোচক হিসেবে নজরুল দর্শন ওভাবনা বিষয়ক মূল্যবান বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউট এর সাবেক নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন,

আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও গবেষক মাহবুবুল হক, স্বনামধন্য কবি ও ছড়াকার আতিক হেলাল, কবি রবিউল মাশরাফি, কবি ও সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ, শিক্ষাবিদ খুকুমণি, কবি মনিরুল ইসলাম প্রমুখ।

 

স্বাগত বক্তব্য রাখেন বিদ্রোহী The Nazrul Centre চেয়ারম্যান, রাস্ট্র চিন্তক মুহাম্মদ আতা উল্লাহ খান, মূল প্রসঙ্গ উপস্থাপন করেন বিদ্রোহী The Nazrul centre এর নির্বাহী পরিচালক নজরুল গবেষক শিক্ষাবিদ প্রফেসর ডক্টর শহীদ মনজু। আলোচনা শুরুতে কবি ও বাচিক শিল্পী সুলতানা রাজিয়া এর উপস্থাপনায় নজরুল রচিত কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

 

আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে রচিত দেশ নাট্য দলের পরিবেশনায় পাবলিসিটি নাটক মঞ্চায়ন করা হয়। নাটকটি নির্দেশনা ও নাট্যরূপ প্রদান করেন বরেণ্য অভিনেতা এন এইচ বাদল।

আজ ২৯ আগস্ট ২০২৪ খৃষ্টাব্দ রোজ বৃহস্পতিবার, উৎসবের তৃতীয় দিন “জাগো মাতা কন্যা বধু জায়া ভগিনী” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে রচিত নাটক অগ্নিগিরি মঞ্চস্থ হবে।

 

নাটকটি মঞ্চায়ন করবেন দেশ নাট্য দল ঢাকা। নাটকটি নাট্যরূপ রেস্না হিমেল ও নির্দেশনায় এনএইচ বাদল। বিদ্রোহী The Nazrul Centre, কাঙ্ক্ষিত বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী নজরুল উৎসব এর সহ আয়োজক, জাতীয় নারী সাহিত্য পরিষদ, বাংলাদেশ সাপোর্টারস ফোরাম, আমাদের ভাবনা এসোসিয়েশন এবং ইভেন্ট ব্যবস্থাপনায় ওয়ান্ডার্স মিডিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় কবি কাজী নজরুল দর্শন ও চেতনার কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মানের শপথ

আপডেট সময় : ০১:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

স্টাফ রিপোর্টার:

 

বাঙ্গালী জাতি নিদ্রা ঘুম আর শুধু স্বপ্ন দেখেই কাটিয়ে দিল সময়—– দিন চলে যায় দিন চলে যায় হেলাফেলা অবহেলে- ঘুম ভাংগেনা স্বপ্ন টোটেনা—–!!

অনেক অনেক দিন পর নজরুলীয় দর্শন ভাবনায় আমাদের তরুণ নবীন কিশোররা দরজায় কড়া নেড়ে ডাক দিলো—- “ভোর হলো দোরখোলো হে ঘুমন্ত জাতি!!! রাত পোহানোর দেরী নেই পাঞ্জেরী!!

হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো?? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে??? ——–

“ঐ নতুনের কেতন ওড়ে” শীর্ষক নজরুলীয় আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও কবি কাজী নজরুল ইসলামের লেটো নাটক ” পাবলিসিটি “র সফল মঞ্চায়ন।

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮ তম মহাপ্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে ৫ দিনব্যাপী নজরুল উৎসবের দ্বিতীয় দিন বেইলি রোডস্থ মহিলা সমিতি মিলনায়তনে ২৮ আগস্ট ২০২৪ বুধবার বিকেল ৫ ঘটিকায় ওই নতুনের কেতন উড়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হলো।আলোকিত নজরুল গবেষক প্রেমিদের কথামালায়।

 

‘সাম্য, সম্প্রীতির নজরুলীয় চেতনা ও দর্শনে উজ্জীবিত হোক কাঙ্ক্ষিত বাংলাদেশ ‘ এই প্রত্যয়ে নজরুল উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও ‘কাঙ্খিত বাংলাদেশ’ এর সমন্বয়ক রাস্ট্র চিন্তক মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও সমন্বয়ক কবি ও কথাসাহিত্যিক নাসরিন ইসলাম শেলী এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল মাসুদ আহমেদ , উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাস্ট্রদূত ও সচিব নজরুল একাডেমির সভাপতি, নজরুল গবেষক জনাব মসয়ুদ মান্নান এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন এর সাবেক সচিব (ভারপ্রাপ্ত) লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ জকরিয়া,

উইং কমান্ডার (অবঃ) রাস্ট্র চিন্তক ও নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ আহমেদ কবির, বিশিষ্ট নাট্যজন ও সংস্কৃতজন মোঃ হারুন অর রশীদ রাজা, জাতীয় নারী সাহিত্য পরিষদের সভাপতি কবি হাসিনা মমতাজ হাসি।

প্রধান আলোচক হিসেবে নজরুল দর্শন ওভাবনা বিষয়ক মূল্যবান বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউট এর সাবেক নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন,

আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও গবেষক মাহবুবুল হক, স্বনামধন্য কবি ও ছড়াকার আতিক হেলাল, কবি রবিউল মাশরাফি, কবি ও সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ, শিক্ষাবিদ খুকুমণি, কবি মনিরুল ইসলাম প্রমুখ।

 

স্বাগত বক্তব্য রাখেন বিদ্রোহী The Nazrul Centre চেয়ারম্যান, রাস্ট্র চিন্তক মুহাম্মদ আতা উল্লাহ খান, মূল প্রসঙ্গ উপস্থাপন করেন বিদ্রোহী The Nazrul centre এর নির্বাহী পরিচালক নজরুল গবেষক শিক্ষাবিদ প্রফেসর ডক্টর শহীদ মনজু। আলোচনা শুরুতে কবি ও বাচিক শিল্পী সুলতানা রাজিয়া এর উপস্থাপনায় নজরুল রচিত কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

 

আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে রচিত দেশ নাট্য দলের পরিবেশনায় পাবলিসিটি নাটক মঞ্চায়ন করা হয়। নাটকটি নির্দেশনা ও নাট্যরূপ প্রদান করেন বরেণ্য অভিনেতা এন এইচ বাদল।

আজ ২৯ আগস্ট ২০২৪ খৃষ্টাব্দ রোজ বৃহস্পতিবার, উৎসবের তৃতীয় দিন “জাগো মাতা কন্যা বধু জায়া ভগিনী” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে রচিত নাটক অগ্নিগিরি মঞ্চস্থ হবে।

 

নাটকটি মঞ্চায়ন করবেন দেশ নাট্য দল ঢাকা। নাটকটি নাট্যরূপ রেস্না হিমেল ও নির্দেশনায় এনএইচ বাদল। বিদ্রোহী The Nazrul Centre, কাঙ্ক্ষিত বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী নজরুল উৎসব এর সহ আয়োজক, জাতীয় নারী সাহিত্য পরিষদ, বাংলাদেশ সাপোর্টারস ফোরাম, আমাদের ভাবনা এসোসিয়েশন এবং ইভেন্ট ব্যবস্থাপনায় ওয়ান্ডার্স মিডিয়া।