ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের চার নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০৭:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / 16
ঠাকুরগাঁওয়ের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ওই চার স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
বহিষ্কার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- ঢোলারহাট ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি লাফিজুর, যুগ্ম সম্পাদক সোনাহার, যুগ্ম সম্পাদক ফারুক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুল।
বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে ফজলে রাব্বী বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে ওই চারজনকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের তাদের সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সরকার মোহাম্মদ নুরুজ্জামান নুরু ও সাধারণ সম্পাদক সোহেল রানা আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।