মানুষের সুখ ও দুঃখের ভাগিদার হতে চান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা
- আপডেট সময় : ১১:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / 10
মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও জেলার নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেছেন, ঠাকুরগাঁও জেলার মানুষের সুখ দুঃখের ভাগিদার হতে চাই। কাজ করতে চাই জনগনের জেলা প্রশাসক হয়ে। জেলার শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও ভাল মানের করার জন্য সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রতি বুধবার ঠাকুরগাঁও জেলার মানুষের অভিযোগ নিয়ে গণশুনানি হয়। আমি চাই যারা বয়স্ক আমার কাছে আসতে পারেনা, অনেক মানুষ দূর হওয়ার কারণে আমার কার্যালয়ে আসতে পারেনা তাদের জন্য আমি মানুষের দৌড় গোড়ায় গিয়ে তাদের অভিযোগ ও আনন্দের কথা শুনতে চাই।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট ইক্ষুকেন্দ্র সার্বজনীন দুর্গাপূজা মন্ডবে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা আরও বলেন, ঠাকুরগাঁও জেলায় মোট ৪৭৩ টি পূজা মন্ডব আছে। আমি চেষ্টা করব উদ্যোগ নিয়ে সকল পূজা মন্ডপের গ্রিল, ছাউনি, ছাদসহ নিরাপত্তা ব্যবস্থার জন্য এবং সুন্দর একটি মন্দিরের জন্য যত প্রয়োজনীয়তা আছে তা পর্যায়ক্রমে পূরণ করা। সব পূজা মন্ডব একসাথে কাজ করা যাবে না। যদিও সময় লাগে পর্যায়ক্রমে যাতে পূজা মন্ডবগুলো নিরাপত্তার আওতায় আসে।
ওই এলাকার চাওয়া নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও হিন্দুরা কথা বললে জেলা প্রশাসক বলেন, চাড়োল ইউনিয়নে পুলিশ ফাড়ির ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তার সাথে তিনি কথা বলবেন। এবং ১৫ শয্যা বিশিষ্ট হাসপাতাল চাওয়া জবাবে তিনি বলেন, যদিও দ্রুত সময়ে হাসপাতাল পাওয়া সম্ভব না তাই কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার নিয়ে তিনি কথা বলবেন।
চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জির সভাপতিত্বে বক্তব্য দেন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, লাহিড়ী হাট ইক্ষুকেন্দ্র সার্বজনীন দুর্গাপূজা মন্ডবে সভাপতি পিতাম্বর, পাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, চাড়োল ইউনিয়ন জামায়াতের সভাপতি মুশফিকুর রহমান, চাড়োল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন, বালিয়াডাঙ্গী থানার এসআই রতন পাল, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
এসময় হিন্দু সম্প্রদায়ের লোকজন জনপ্রতিনিধি ও রাজনীতি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।