ঘন কুয়াশার চাদরে মোড়া ঠাকুরগাঁও
- আপডেট সময় : ০৭:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / 76
শীতের আগমনী বার্তার জানান দিচ্ছে উত্তরের জেলা ঠাকুরগাঁও। কার্তিকের শুরু থেকে ঘন কুয়াশা আর ঘাসের ডোগায় শিশিরবিন্দু বলছে প্রকৃতিতে শীত এসেছে। হিমালয়ের পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁওয়ে মাঝে মাঝেই ঘন কুয়াশায় ঢাকা পড়ছে রাস্তাঘাট।
খাল-বিলের পদ্ম ও ধানের শীষে বৃষ্টির মতো টিপ টিপ করে ঝরেছে শিশির। কুয়াশার সঙ্গে শীত নামিয়ে জেলায় কমতে শুরু করেছে তাপমাত্রাও। সন্ধ্যা নামতেই হালকা শীত ও কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা জেলা। শীত আর কুয়াশার এমন লুকোচুরিতে জেলার গত কয়েক দিনের ভ্যাপসা গরমে জনজীবনে ফিরেছে স্বস্তি।
সোমবার (১২ নভেম্বর) সকালে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতে দেখা গেছে। এদিকে ঘন কুয়াশা ভেদ করেই কেউবা হেঁটে কিংবা সাইকেল আবার কেউবা ভ্যানে করে ছুটে চলেছেন কর্মস্থলে। আবহাওয়ার এমন ডামাডোলের দুর্ভোগকে মেনে নিয়েই শীত মোকাবিলায় যেন প্রস্তুত সবাই।
আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিনে ঠাকুরগাঁওয়ে হঠাৎ করে কুয়াশার পরিমাণ বেড়েছে। যতই রাত হচ্ছে শীতের তীব্রতা এবং কুয়াশার ঘনত্ব বাড়ছে। আগামী দিনগুলোতে শীত ও কুয়াশার তীব্রতা আরও বাড়বে।
স্থানীয়রা জানান, এ অঞ্চলের মানুষের জন্য শীত হচ্ছে দুর্ভোগ। শীত আসলে মানুষের কাজ থাকে না। অভাব-অনটন শুরু হয়। গরম কাপড়ের অভাব দেখা দেয়। তবু চলতে হয় তাল মিলিয়ে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান জানান, শীতের সময় উপজেলা প্রশাসন দরিদ্রদের পাশে থাকবে। ওই সময় প্রতিটি ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচি চালু থাকে, এবারও থাকবে।
আর জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, শীতে একটি মানুষও যেন কষ্ট না পায়, তার প্রস্তুতি রয়েছে। এ ছাড়া মানুষের জীবনযাপনে অন্যান্য বিষয়গুলোও আমাদের পরিকল্পনার মধ্যে আছে। উত্তরের এ জেলায় প্রায় ১৮ লাখ মানুষের বসবাস।