সংবাদ শিরোনাম ::
নিয়োগ বিজ্ঞপ্তি ::
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৬:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / 108
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশে ক্রিকেটে এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এশিয়া কাপের ফাইনালে আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ তুলেছিল ২৮৩ রান। জবাবে আরব আমিরাত মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায়।