কুমিল্লায় বর্ণীল আয়োজনে আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগীতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / 136
কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মনবাড়িয়ার জেলার কলেজ সমূহ নিয়ে গঠিত ময়নামতি অঞ্চলের আন্তঃ কলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগীতা বর্ণিল আয়োজনে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আয়োজনে ও কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের পরিচালনায় রোববার ( ১৭ ডিসেম্বর) সকালে প্রতিযোগীতার উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবোর্ডের উপসচিব মোহাম্মদ সাফায়েত মিয়া , কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড সচিব প্রফেসর নূর মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, প্রভাষক মায়মুন শরীফ ও ঝুমুর দাস।
এ সময় কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তা বিভিন্ন কলেজের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া সাংগঠনিক কমিটির সম্পাদক জি এম ফারুক জানান, অ্যাথলেটিকস প্রতিযোগীতায় কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মনবাড়িয়া জেলার ২১ টি কলেজের ৩ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রতিযোগীতায় বালক ইভেন্ট চ্যাম্পিয়ন হয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও রানারআপ হয় কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ। অপরদিকে বালিকা ইভেন্টে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও রানারআপ হয় লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ।