ঠাকুরগাঁওয়ে পাঁচ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৫:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / 118
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এতে অসহায় হয়ে পড়ছে হতদরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাদের এ দূর্ভোগ সময়ে পাশে দাঁড়িয়েছে এনা ট্রান্সপোর্ট।
এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ এর পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে সদর উপজেলার সালন্দর জামুড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ, এজিএম মাইন উদ্দিন স্বপন, রংপুর বিভাগীয় ম্যানেজার গাজীবুর রহমান গাজী, বগুড়ার ম্যানেজার সালেক খান খোকন, ঢাকার ম্যানেজার ফারুক হোসেন (পথিক), ঠাকুরগাঁওয়ের ম্যানেজার শাকিল, সালন্দর জামুড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা হোসনে জাহান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ঐ এলাকার ৫ শত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তারা।
কম্বল নিতে আসা ব্যক্তিরা বলেন, এই শীতে আমরা কম্বল পেয়ে খুব খুশি হয়েছি। যারা এ কম্বল বিতরণ করলেন তাদের দীর্ঘায়ু কামনা করেন অনেকেই।
এদিকে এনা ট্রান্সপোর্ট এর এজিএম মাইন উদ্দিন স্বপন বলেন, আমাদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ এর পক্ষ থেকে সারাদেশে প্রতিবছরই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁও এদিকে শীতের প্রভাব খুব বেশি। তারই ধারাবাহিকতায় তিনি আজ ঠাকুরগাঁওয়ে ৫ শত অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।