দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
ঠাকুরগাঁও-২ আসনে ট্রাক প্রতীক নিয়ে লড়বেন জুয়েল।
- আপডেট সময় : ০২:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / 111
দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক পেয়েছেন যুবলীগের সভাপতি ও সাবেক বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
সোমবার (১৮ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসক হলরুমে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং অফিসার ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান আলী আসলাম জুয়েলকে লটারির মাধ্যমে এ প্রতীক বরাদ্দ দেন।
আলী আসলাম জুয়েল জানিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছি। তিনি আরও বলেন, আমার মার্কা ট্রাক। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।
নির্বাচনের প্রচার-প্রচারণায় সোমবার (১৮ ডিসেম্বর) থেকেই নেমে পড়বেন প্রার্থীরা। আজ সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আলী আসলাম জুয়েল। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের দিন আজ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে।