দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু, আজ থেকেই প্রচারণা
- আপডেট সময় : ১১:০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- / 120
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ঢাকা-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামকে লাঙল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ দেওয়া শেষ হলে আজ থেকেই নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
এদিকে, রোববার নির্বাচন কমিশনে (ইসি) দলীয় ও জোট শরিক প্রার্থীদের চূড়ান্ত তালিকা দিয়েছে আওয়ামী লীগ। তালিকা মোতাবেক, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছে ২৬৩টি আসনে। এছাড়া জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিকদের ৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।
এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন ২৭টি রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ জন প্রার্থী।
রোববার রাতে এ তথ্য জানান ইসি সচিব জাহাংগীর আলম।
৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দেশের ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। গত ১ থেকে ৪ ডিসেম্বর তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এতে ১ হাজার ৯৮৫ জনের প্রার্থিতা বৈধ এবং ৭৩১ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
নির্বাচন কমিশনে বৈধ ও অবৈধ প্রার্থীদের ৫৬০টি আপিল জমা হয়। এর মধ্যে ৬২৫টি আপিল হয়েছিল প্রার্থিতা ফেরত পেতে। বাকি ৩৫টি আপিল জমা পড়ে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।
আপিলে প্রার্থিতা ফেরত পান ২৮০ জন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত নেয়া ৫ জন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়। সব মিলিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ২৬০ জন। রোববার ৩৪৭ জন প্রার্থিতা প্রত্যাহারের পর এ নির্বাচনের মোট প্রার্থী চূড়ান্ত হয় ১ হাজার ৮৯৬ জন।