রুহিয়ায় আগুনে পুড়ে বসতঘর ছাই
- আপডেট সময় : ০৬:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / 63
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় গভীর রাতে আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
সোমবার দিবাগত-ভোর রাতে রুহিয়া পশ্চিম ইউনিয়নের চাঁন পাড়া গ্রামের রহমান আলীর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভূক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, ভোর রাতে হঠাৎ এই আগুনের সূত্রপাত ঘটে। কিছু বুঝে উঠার আগেই মূহুর্তের মধ্যে ছড়িয়ে পরে আগুন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্ঠা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষনিক রহমান আলীর পরিবারের চারটি ঘরসহ নগদ ৪০ হাজার টাকা ও ধান পুরে ছাই হয়ে যায়। এসময় আগুনে পুড়ে একটি গবাদি পশুর হয়।
ভূক্তভোগী রহমান আলী বলেন, কেউ হচ্ছে করে আগুন লাগিয়ে আমাদের সব শেষ করে দিয়েছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল জানান, ঘটনা শুনেছি, তবে উক্ত বিষয় কোন অভিযোগ পাওয়া যায়নি।