ফুলবাড়ী থানা প্রেসক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / 72
দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে অসহায়া শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল সোমবার সকাল দশটায়া ফুলবাড়ী থানা প্রেসক্লাব কার্যালয়ে শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মাই টিভি ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টুর সঞ্চালনায়া,ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়াামী লীগের উপদেষ্টা ফারজানা রহমান শিমলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুর রায় চৌধুরী, বেতদিঘী ইউনিয়ান আওয়াামী লীগের উপদেষ্টা সমাজসেবক আজম মন্ডল রানা, শিবনগর ইউনিয়নের প্যানেল চেয়াারম্যান দিলীপ চন্দ্র রায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ সভাপতি আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ, সদস্য ইমরান হোসেন, লিটন সরকার, প্রবীর কুমার গাঙ্গুলী, আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী পৌর যুবলীগের আহবায়াক মনিরুজ্জামান মানিক, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, আসাদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ, সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজ সেবা মূলক কাজেও ভূমিকা রাখতে হবে। এ সময় অতিথিরা ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সমাজ সেবামূলক এমন কার্যক্রমের জন্য ভূসয়াী প্রশংসা করেন। পরিশেষে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা আওয়াামী লীগের উপদেষ্টা ফারজানা রহমান শিমলা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়া।
এ সময় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয়া গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী থানা প্রেস ক্লাব, ফুলবাড়ী, দিনাজপুর।