ঠাকুরগাঁওয়ের এক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
- আপডেট সময় : ০৫:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / 78
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের এক সদস্যের ফেন্সিডিল সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
দুদিন ধরে ফেন্সিডিল সেবনের একটি ভিডিও প্রকাশের পর এলাকায় সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ রায় বালু (৪০) বলে দাবি করছে স্থানীয়রা। তিনি দক্ষিণ বঠিনা গ্রামের বাসিন্দা।
১ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় ওই ইউনিয়নের ৩নং ওর্য়াডের ইউপি সদস্য সন্তোষ রায় বালু হলুদ,সাদা ও কালো রঙের একটি সোয়েটার পড়ে কয়েকজন যুবকের সঙ্গে একটি রুমে বসে ফেন্সিডিল সেবন করছেন। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় উঠে।
এ বিষয়ে ইউপি সদস্য সন্তোষ রায় বালু ফেন্সিডিল সেবনের কথা স্বীকার করে বলেন, কয়েক দিন ধরে কাশ ছিলো। কাশ থেকে মুক্তি পাবার জন্যই অল্প খেয়েছি। তিনি আরো বলেন, গ্রামের প্রতিপক্ষরা এই ভিডিও শেয়ার করে আমার নামে অপপ্রচার চালাচ্ছে।
আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, আমার ইউপির এক সদস্যের ফেন্সিডিল সেবনের ভিডিও ভাইরাল হয়েছে বলে আমি শুনেছি ও দেখেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, এক ইউপি সদস্যের ফেন্সিডিল খাওয়ার কথা শুনেছি। তদন্ত করে এ ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।