ঠাকুরগাঁওয়ে নির্বাচন বর্জনে মহিলাদলের লিফলেট বিতরণ, পুলিশের বাধা
- আপডেট সময় : ০২:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / 67
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে মানুষকে উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ে লিফলেট বিতরণ করেছেন জেলা মহিলা দল। এসময় পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মী।
বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে এগারো টায় জেলা শহরের বিভিন্ন হাট বাজারে জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস ও সাধারণ সম্পাদক নাজমা পারভীনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে মহিলা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার অনুরোধ করেন। তারা এ নির্বাচন বর্জনের আহ্বান জানান।
মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, অবৈধ সরকারের একতরফা নির্বাচন বর্জন করতে সাধারণ মানুষকে উজ্জীবিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হচ্ছ। এই অবৈধ একতরফা নির্বাচন দেশের মানুষ মানে না। সাধারণ মানুষ এই একতরফা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাজানো, পাতানো, শেখ হাসিনার অবৈধ ডামি নির্বাচন বয়কট করে শেখ হাসিনার পতন ঘটিয়ে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেই ছাড়বো।