বেলতলা প্রতিভা স্কুলে বার্ষিক ফলাফল, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৪:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / 65
মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
স্কুলের শিক্ষার্থীদের নানা ধরণের খেলাধুলা, ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে বেলতলা প্রতিভা স্কুলে।
গ্রামে গড়ে ওঠা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেলতলা প্রতিভা স্কুলটি শিক্ষা বাণিজ্য নয়, সৃজনশীল মেধা বিকাশই আমাদের লক্ষ্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সাল থেকে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। শিক্ষার্থীরা ভাল ফলাফলের জন্য খুশি অভিভাবকরা। স্কুলে ছাত্র ছাত্রী ভর্তি করাতে আগ্রহ বাড়ছে অভিভাবকদেরও।
এর আগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা গ্রামের বেলতলা প্রতিভা স্কুলে ১৬ ডিসেম্বর বর্ণাঢ্য র ্যালি, দোয়া মাহফিল, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
ওইদিনের খেলাধুলা ও ২৭ ডিসেম্বর খেলাধুলার ১ম ও ২য় স্থান অধিকারকারীর মাঝে পুরস্কার বিতরণী ও স্কুলের সকল শ্রেণীর ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ও স্থানীয় মাজহারুল ইসলাম। এছাড়াও অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ফরহাদ রেজা অভিভাবক ও শির্ক্ষাথীদের ২০২৪ সালে বিদ্যালয়টিকে ঘিরে সুখবর দেন।