প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাদারীপুরে সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময়
- আপডেট সময় : ০৩:৩২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / 57
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালকিনিতে আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ।
শুক্রবার সকালে আবদুস সোবহান মিয়া গোলাপের উদ্যোগে কালকিনি পৌরসভার মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান,কালকিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার,পৌর প্রশাসক আবুল কালাম আজাদ,কালকিনি মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম,কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেনসহ মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথমবার জনসভায় বক্তব্য দেওয়ার জন্য কালকিনিতে আসবে আমরা প্রধানমন্ত্রীর আগমনে আনন্দিত, আমরা মাদারীপুর-৩ আসনের জনগণ তাকে বরণ করার জন্য অধির আগ্রহে পথ চেয়ে বসে আছি।
আমরা কালকিনিবাসী আপনাদের (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার) মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরেতে অনুরোধ জানান।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী বা তার সমর্থকরা যদি প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায় আসতে চান তাদের স্বাগত জানাই।