ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক আনোয়ার হোসেন
- আপডেট সময় : ০৯:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / 86
ইংরেজি নতুন বছর ২০২৪ আগমন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা সহ দেশবাসিকে শুভেচ্ছা জানালেন সাংবাদিক, দৈনিক জাগোবার্তা ২৪ এর সম্পাদক, ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক, ১নং রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন।
তিনি জানান, ২০২৩ সাল একদিকে আনন্দের বন্যা নিয়ে আসলেও অন্যদিকে নিয়ে এসেছে এক শোকের ছায়া। ফিলিস্তিনের রক্ত লাশ সারা পৃথিবীর মানবতাবাদী মানুষদের হৃদয়ে ক্ষত তৈরি করতে সক্ষম হলেও যুদ্ধবাজ দানবদের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।
সব প্রতিকূলতা ডিঙিয়ে নতুন বছরটি অর্থাৎ ২০২৪ সাল হয়ে উঠুক সবার জন্য আনন্দের। সেই সাথে ২৪ সালের প্রথম সপ্তাহের জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে পরিপূর্ণ হয়ে উঠুক আমাদের সমাজ, রাষ্ট্র ও বিশ্ব। “শুভ নববর্ষ”। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।