সংবাদ শিরোনাম ::
নিয়োগ বিজ্ঞপ্তি ::
ঠাকুরগাঁওয়ের গজেন হত্যার মূল আসামি নীলফামারিতে গ্রেফতার
ঠাকুরগাঁও প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / 75
ঠাকুরগাঁওয়ের চাঞ্চল্যকর গজেন হত্যার মূল আসামিকে নীলফামারিতে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও পুলিশ। ঘটনার পর ঠাকুরগাঁও পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারের নির্দেশে অভিযান শুরু করে। উক্ত অভিযানের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার নীলফামারী জেলার দক্ষিণ চওড়া হতে হত্যা মামলার ০১ নং মূল আসামি গড়েয়ার মৃত জয়নাল রায়ের ছেলে হর কুমারকে (৪০) গ্রেফতার করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, দীর্ঘ একমাস অভিযানের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে মূল আসামিকে পুলিশ ধরতে সমর্থ হলো।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গড়েয়ার ফাইরাদুর ছেলে গজেনকে (৫৫) হত্যা করা হয়। পরে ২৭ নভেম্বর হর কুমারকে প্রধান আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।