ফুলবাড়ীতে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / 71
দিনাজপুরের ফুলবাড়ী কানাহার ইয়াং স্টার ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো সিক্স এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
গত (৩১ ডিসেম্বর) শনিবার কাঁনাহার ফুটবল মাঠে সিক্স এ সাইড নাইট ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন-উর-রশীদ, ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল ইসলাম, ৭নং শিবনগর ইউপি সদস্য নুরু ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আলী, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক মোরসালিন ইসলাম, কার্যকারী সদস্য মশিউর রহমান, ইয়াং স্টার ক্লাবের সদস্য রয়েল, ইসমাইল, উজ্জ্বল, রহমতুল্লাহসহ অনেকে। ১২ টিমের অংশগ্রহনে এই টুর্নামেন্ট অনুষ্টিত হয়। উদ্বোধনী খেলায় ইউটিউব ফুটবল দল বনাম প্রবাসী ফুটবল দল এর মাঝে অনুষ্ঠিত হয়। খেলা দেখতে স্থানীয় শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।