রংপুরে সন্ধ্যার পর গান-বাজনা-পটকাবাজি নিষিদ্ধ
- আপডেট সময় : ০৫:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / 91
রংপুর মহানগরীতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সন্ধ্যার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গান-বাজনা, আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, থার্টি ফার্স্ট নাইট (ইংরেজী বর্ষবরণ) শান্তিপূর্ণভাবে উদযাপনসহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪-কে সামনে রেখে রংপুর মেট্রোপলিটন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে রংপুরে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জনসমাবেশ, অনুষ্ঠান, মিছিল, গান-বাজনা, ঢাক-ঢোল এবং লাউড স্পিকারের ব্যবহার, আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত সময়ে নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।