ঠাকুরগাঁও রইছ উদ্দিন আইডিয়াল একাডেমীতে বই উৎসব
- আপডেট সময় : ০৯:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / 68
নতুন বছর, নতুন সকাল, নতুন বই- এমন সব নতুনের আহ্বানে রৌদ্র করোজ্জ্বল শীতের সকালের আড়মোড়া ভেঙে বই উৎসবে মেতে উঠেছে খুদে শিক্ষার্থী-শিশুরা।
সোমবার (১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের রইছ উদ্দিন আইডিয়াল একাডেমি প্রাঙ্গণ যেন শিশুদের পদচারণায় মুখর ছিলো ।
নতুন বই পেয়ে তাদের আনন্দ-উচ্ছ্বাসে যেন নতুন প্রাণ পেয়েছে স্কুলের মাঠ।
শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার।
এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের রইছ উদ্দিন আইডিয়াল একাডেমী প্রাঙ্গণে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বই উৎসবে শিশু শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে নতুন বছরের পাঠ্যপুস্তক পেয়ে উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে। শিশুদের সঙ্গে এসেছেন তাদের অভিভাবকেরাও।
রইছ উদ্দিন আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক রিফাতা আরা শম্পার সভাপতিত্বে, শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রইছ উদ্দিন আইডিয়াল একাডেমীর সভাপতি রইছ উদ্দিন সাজু।