সংবাদ শিরোনাম ::
নিয়োগ বিজ্ঞপ্তি ::
রূপান্তর
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৭:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / 85
“তুমি যদি কখনোই সত্যের খোঁজ না করে থাকো
এসো আমাদের সাথে,
তুমি হবে একজন সত্যানুসন্ধানকারী।
তুমি যদি কখনোই গায়ক না হয়ে থাকো
এসো আমাদের সাথে,
তুমি তোমার কন্ঠস্বরকে খুঁজে পাবে।
তুমি যদি বিশাল সম্পদের মালিক হয়ে থাকো
এসো আমাদের সাথে,
তুমি পরিণত হবে ভালোবাসার ভিখারিতে।
তুমি যদি নিজেকে একজন প্রভু ভেবে থাকো
এসো আমাদের সাথে,
তুমি বদলে গিয়ে হবে একজন দাস।
তুমি যদি তোমার সত্তাকে হারিয়ে ফেলে থাকো
এসো আমাদের সাথে,
খুলে ফেলো তোমার রেশমি বসন
পরো আমাদের রুক্ষ পরিচ্ছদ
আমরা তোমাকে ফিরিয়ে আনব জীবনে।”