রাতের আঁধারে কৃষকের ভূট্টা ও পেঁয়াজ খেত নষ্ট করল দুর্বৃত্তরা
- আপডেট সময় : ০৬:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / 71
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে রাতের আঁধারে খেতের ভুট্টা ও পেঁয়াজ নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে কে বা কারা উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও গ্রামের মিলন ও হামিদুর নামে দুই কৃষকের ভুট্টা ও পেঁয়াজখেত নষ্ট করে যায়।
জানা যায়, উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও গ্রামের কৃষক মিলন ও হামিদুর নিজ নিজ জমিতে ভুট্টা ও পেঁয়াজ আবাদ করেছেন। এসব জমির মিলনের ১বিঘা ভুট্টা ক্ষেত ও হামিদুরের ১০ কাঠা পেঁয়াজ ভেঙে ফেলে নষ্ট করা হয়েছে। আবার কিছু কিছু ভুট্টা ও পেঁয়াজ গাছ পা দিয়ে পিষে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ২ জানুয়ারি (মঙ্গলবার) সকালে বনগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মিলন হোসেন বলেন, কে বা কারা কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে, সেটি বুঝতে পারছি না আমার অনেক ক্ষতি হয়ে গেল জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।