পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও বিজিবির গাড়ি মুখোমুখি সংঘর্ষ-
- আপডেট সময় : ০২:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / 63
গাইবান্ধার পলাশবাড়ীতে বিজিবির গাড়ির সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।
৫ জানুয়ারী শুক্রবার সকাল ১১ ঘটিকায় পলাশবাড়ী গাইবান্ধা সড়কের রাইস মিল নামক স্থানে বগুড়া থেকে গাইবান্ধা গামী যাত্রীবাহী বাস জে আর ঢাকা মেট্রো জ -(১১-২৬৭৮) ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টহল রত বিজিবি বিজিবির পিক আপ এর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলে ৫ জন বিজিবি সদস্য ১ জন সিভিল ড্রাইভার এবং ২ জন বাস যাত্রী সহ মোট ৮ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, বিজিবির হাবিলদার আশরাফ (৩৫),সিপাহী রাজন (৩২),মোজাম্মেল (৪৮),আলমগীর (৩২),তরিকুল (২৮) এবং বিজিবির পিক-আপ চালক (সিভিল) ড্রাইভার আজাদ( ২০) এবং বাসযাত্রী পেয়ারা বেগম (৪৮), শিশু সারা খাতুন (১২)।
আহতদের প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতদের মধ্যে ২ জনার অবস্থা আশঙ্কা জনক বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।
দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।