ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ
- আপডেট সময় : ০৮:০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / 83
ঠাকুরগাঁওয়ে উৎসব মুখোর পরিবেশে চলছে ভোট গ্রহন। জেলার তিনটি আসনের প্রতিটি কেন্দ্রে লাইনে দারিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ব্যালট পেপারে এ ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তিনটি আসনে মোট ভোটকেন্দ্রর সংখ্যা ৪১৮টি, ৫টি উপজেলা ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত ঠাকুরগাঁও সংসদীয় আসন তিনটি। এই তিনটি আসনের মোট ভোটার ১১,৪৬,৯৪০ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৮৩ হাজার ৬২৩, নারী ৫ লাখ ৬৩ হাজার ৩১৭ এবং হিজড়া ভোটার ৪ জন। ৩টি আসনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর রয়েছে সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যা ব, পুলিশ, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল টিমসহ একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সের টহল ছাড়াও ভোটের মাঠে দায়িত্ব পালন করছেন বিচারিক ম্যাজিস্ট্রেটও।