সুনামগঞ্জ-৪ পরিবেশ রক্ষায় প্রার্থীদের প্রতি নির্বাচনী অনুসন্ধান কমিটির আহবান
- আপডেট সময় : ০৪:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / 57
সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থীদের পোস্টার, ফেস্টুন, ব্যানার, তোরণ, নির্বাচনী ক্যাম্প অপসারণের আহবান জানিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। সুনামগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি কাঁকন দে এই আহবান জানান।
তিনি বলেন, গত ৭ জানুয়ারি শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফলও ঘোষিত হয়েছে। কিন্তু নির্বাচনী এলাকায় এখনো বিভিন্ন প্রার্থীর লাগানো পোস্টার, ফেস্টুন, ব্যানার, তোরণ, নির্বাচনী ক্যাম্প ইত্যাদি অপসারণ করা হয়নি। এই অবস্থায় নির্বাচনী এলাকা সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার নান্দনিক সৌন্দর্য তথা প্রাকৃতিক রূপবৈচিত্র্য পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে এবং পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় প্রার্থীদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ।
পরিবেশ রক্ষায় নিবেদিত প্রাণ হিসেবে নিজ এলাকার জনগণের কল্যাণে স্ব-স্ব প্রার্থীর পক্ষে লাগানো পোস্টার, ফেস্টুন, ব্যানার, তোরণ, নির্বাচনী ক্যাম্প ইত্যাদি নিজ দায়িত্বে অবিলম্বে অপসারণ করা জরুরী। এজন্য প্রার্থীদের লাগানো পোস্টার, ফেস্টুন, ব্যানার, তোরণ, নির্বাচনী ক্যাম্প ইত্যাদি দ্রুত সময়ে অপসারণ করে নির্বাচনী এলাকা তথা সুনামগঞ্জের নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ রক্ষায় দৃঢ় ভূমিকা রাখার জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে প্রার্থীদের আহবান করা হলো।