মুন্সীগঞ্জে মোটরসাইকেল নিয়ে খাদে পরে যুবক নিহত,আহত- ১
- আপডেট সময় : ০৬:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / 56
মুন্সীগঞ্জে মাঠা খেতে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাহ আলম(২২)নামের এক যুবক নিহত হয়েছে।এঘটনায় আরো ১ জন আহত হয়েছে।গুরুতর অবস্থায় আহত শুভকে(২২)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৬ জানুয়ারি)সকাল ৯ টার দিকে সদর উপজেলার আলদী সড়কের মদিনাবাজারের ডাকাতিয়া তলা এলাকায় এই সড়ক দূর্ঘটনায় ঘটে৷
নিহত শাহ আলম মুন্সীগঞ্জের পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার খলাপাড়া এলাকার বাসিন্দা।তবে তাৎক্ষণিক নিহতের বাবার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,কয়েকটি মোটরসাইকেল নিয়ে আলদীর দিকে যাচ্ছিলো কয়েকজন যুবক। পথিমধ্যে ডাকাতিয়া বীজ্রের ডালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল খাদে পরে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত শাহ আলমকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,দূর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে এক যুবকরের মৃত্যু হয়।তার মরদেহ হাসপাতালে রাখা আছে।