দীর্ঘ ১২ দিন পর ঠাকুরগাঁওয়ের আকাশে দেখা মিলে সূর্যের
- আপডেট সময় : ০৪:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
- / 53
দেশের উত্তরবঙ্গে সবচেয়ে বেশি শীত পড়ে জানুয়ারি মাসে। তীব্র শীত ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। এদিকে দীর্ঘ ১২ দিন ধরে ঘণ কুয়াশার কারণে ঠাকুরগাঁওয়ের আকাশে দেখা মেলেনি সূর্যের।
তবে আজ (১৮ জানুয়ারি) বৃহস্পতিবার বেলা ১টার পর থেকেই ঠাকুরগাঁওয়ের আকাশে দেখা মিলে সূর্যের এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়ার দেখা মিলে।
এদিকে দীর্ঘদিন ধরে ঘন কুয়াশার কারণে রোদের দেখা না মেলায় কৃষিতে এর বেশ প্রভাব পড়েছে। এতে করে ধানের বীজতলা,ভুট্টাসহ, মরিচ গাছ গুলো হলুদ হয়ে মারা যাচ্ছে ।
সরজমিনে একটি ভুট্টার খেতে গিয়ে দেখা যায় প্রতিটি গাছ হলুদ হয়ে গেছে। গাছ গুলো হলুদ হয়ে শুকিয়ে মারা যাওয়ার মত অবস্থা হয়েছে।
ভুট্টা খেতে কাজ করা কৃষক মীম ইসলাম বলেন, দীর্ঘ দিনের ঘণ কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে ভুট্টা গুলো হলুদ হয়ে গেছে বেশ কয়েকটি কাছ মারাও গিয়েছে। তাই নাঙ্গল দিয়ে লাইন টানছি সার দিয়ে পানি দিব। তবে অনেকদিন পরে আজ রোদ উঠেছে এমন আবহাওয়া থাকলে আবারও ফসল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
বাড়ির উঠানে রোদ পোহানো ইউসুফ আলী বলেন, অনেকদিন ধরে রোদ উঠেনি তাই এক সপ্তাহ ধরে গোসল করিনা। তবে আজ বহুদিন পর রোদ উঠেছে তাই গোসল করে এখন রোদ পোহাচ্ছি।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, আজ দীর্ঘ বারদিন পর আজ রোদ উঠেছে। এমন আবহাওয়া থাকলে ধানের বীজতলা, মরিচ, ভুট্টাসহ এসব ফসল আবারও স্বাভাবিক অবস্থায় আসা শুরু করবে। ঘণ কুয়াশার কারণেই এমন টা হয়েছিল বলে জানান তিনি।