সংবাদ শিরোনাম ::
নিয়োগ বিজ্ঞপ্তি ::
ঠাকুরগাঁওয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা-কিশোর গ্রেফতার !
মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- / 58
ঠাকুরগাঁও সদর উপজেলার পাহারভাঙ্গা উত্তর কুড়ালিপাড়ায় এক শিশু (৭) ধর্ষন চেষ্টার অভিযোগে মো: ওমর ফারুক (১৭) নামে কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
১৮ জানুয়ারী বৃহস্পতিবার ঐ শিশুর পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঐ কিশোরকে গ্রেফতার করে। মামলা বিবরনে জানা যায়, গত ১৬ জানুয়ারী মঙ্গলবার বিকেলে বাড়ির পেছনে খেলা করছিল ঐ কন্যাশিশুটি। এ সময় প্রতিবেশী মো: হায়দার আলীর ছেলে মো: ওমর ফারুক ঐ শিশুটিকে পেয়ারা দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় ওমর ফারুক ঐ শিশুকে ধর্ষনের চেষ্টা চালায়।
পরে শিশুটির মা ডাকাডাকি করলে সে বাড়ি গিয়ে কান্নাকাটি করে বিষয়টি তার মাকে জানায়। ১৯ জানুয়ারী শুক্রবার ঐ শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়।