ঠাকুরগাঁওয়ে পাটবোঝাই ট্রাকে আগুন
- আপডেট সময় : ১১:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / 53
ঠাকুরগাঁওয়ে একটি পাটবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই ট্রাকে থাকা প্রায় ৫০ হাজার টাকার পাট পুড়ে গেছে।
রোববার (২১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানা এলাকার তিয়াস-তিমু পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী পাটবোঝাই একটি ট্রাক রোববার সন্ধ্যার আগে ঠাকুরগাঁওয়ের ভুল্লী এলাকা অতিক্রম করছিল। এ সময় ভুল্লী থানা এলাকার তিয়াস-তিমু পেট্রোল পাম্পের সামনে ওই ট্রাকের পাটে আগুন ধরে যায়। মহাসড়কের ওপর থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে পাটের সংঘর্ষ হলে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারাণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন জানান, নিরাপদ সীমার ওপরে ট্রাকটিতে পাট নেওয়া হয়েছিল। এ কারণে সড়কপথে বৈদ্যুতিক তারের সঙ্গে পাটের সংঘর্ষেরে কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। সুনির্দিষ্টভাবে আগুন লাগার কারণ বলা যাচ্ছে না।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর ফলে প্রায় ১৫ লাখ টাকার পাট রক্ষা করা হয়।
ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার ওসি দুলাল হোসেন বলেন, মহাসড়কের ওপরে অগ্নিকাণ্ডের ফলে যানজটের সৃষ্টি হয়। দ্রুত সময়ের মধ্যে যানজটমুক্ত করা হয়েছে।