আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
- আপডেট সময় : ০১:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / 59
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ইজতেমার এ পর্বের মোনাজাত পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এতে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হচ্ছে। আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে যেন মুসল্লিদের ঢল। এদিন ফজরের নামাজের পর শুরু হয় হেদায়েতি বয়ান।হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময় নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হয়েছেন ইজতেমা মাঠে। হাজার হাজার মানুষ পায়ে হেটেও ইজতেমা ময়দানের কাছাকাছি অবস্থানের চেষ্টা করেছেন।আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় টঙ্গীর তুরাগ তীরে তিন দিন ইবাদত-বন্দেগিতে মগ্ন ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
তীব্র শীত উপেক্ষা করে দেশি-বিদেশি লাখো ধর্মপ্রাণ মুসলমান এই ইজতেমায় অংশ নেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কঠোর নজরদারি।
মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্ব শান্তি, মাগফিরাত, নাজাত ও সমৃদ্ধি কামনা করে পরম করুণাময় মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন দেশ বিদেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মানুষ। টঙ্গীর ইজতেমা ময়দানের পাশাপাশি জনাকীর্ণ রেল ও বাস স্টেশন, উন্মুক্ত রাস্তাসহ যে যেখানে পেরেছেন দাঁড়িয়ে কিংবা বসে অংশ নেন মোনাজাতে।
গত দুদিন ধরে ইজতেমা ময়দানে ভিড় থাকলেও শেষ দিনের আখেরি মোনাজাত হওয়ায় ভোর থেকেই দলে দলে আসতে থাকেন মুসল্লিরা। এছাড়াও ইজতেমা উপলক্ষে চালু হওয়া বিশেষ ট্রেনেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম জমায়াতে যোগ দেয় অনেকে।
সূত্রঃ দৈনিক গণতদন্ত