পলাশবাড়ী পল্লীতে জমি জমা সংক্রান্ত জেরে দুই গ্রুপে সংঘর্ষ আহত-৫
- আপডেট সময় : ০৭:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / 50
গাইবান্ধার পলাশবাড়ীর ২নং হোসেনপুর ইউনিয়নের কিশামত চেরেঙ্গা গ্রামের জমিজমা সংক্রান্ত জের ধরে একই পরিবারের ৫ জন কে মারধর করে আহত করেছে প্রতিপক্ষ।
সরেজমিনে জানাযায়, কিশামত চেরেঙ্গা গ্রামের মৃত্যু তবিবুর রহমান মন্ডলের ছেলে হযরত আলী দুলাল ওরফে ধলু গং এর সাথে তারই প্রতিবেশী মিরু মন্ডল গংয়ের সাথে দীর্ঘদিন যাবত জমিজমার ভাগ বাটওয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরুই ধারাবাহিকতায় ৫ই ফেব্রুয়ারি সোমবার আনুমানিক দুপুর দেড়টার সময় কিসামত চেরেঙ্গা মৌজাস্থ জৈনিক মিন্টু মিয়ার দোকানের সামনে মিরু মন্ডল গং রা পূর্ব শত্রুতা জের ধরে পরিকল্পনা অনুযায়ী বাসের লাঠি, রড, হাসুয়া এবং লোহার পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্র হাতে হযরত আলী (ধলু ),র ছোট ভাই মতিয়ার মন্ডল, ছোট মেয়ে জোসনা বেগম, ছোট বোন মিনি বেগম, ভাগ্নি কাজল বেগমের উপর অতর্কিত হামলা চালায় এতে ওই পরিবারের অন্তত পাঁচ জন আহত হয়।এরপর মিরু মন্ডল গংরা এতে ক্ষান্ত না হয়ে ধলু মিয়ার বাড়িতে রান্নাঘরে আগুন লাগিয়ে দেয় মর্মে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ধলুমিয়ার পরিবার। আহতরা বর্তমানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন।
এমন ঘটনায় পলাশবাড়ী থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে হযরত আলী দুলাল (ধলু) বাদী হয়ে ১৬ জন কে আসামি করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করে।