তাহিরপুরে ১২০ বস্তা ভারতীয় পেঁয়াজ ও ইউপি সদস্য সহ আটক-২
- আপডেট সময় : ০৫:০২:১১ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / 53
সুনামগঞ্জের তাহিরপুরে ৪৮’শ কেজি (১২০ বস্তা) ভারতীয় পেঁয়াজ , ইউপি সদস্য সহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮ হাজার টাকা। শনিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাহিরপুর-বাদাঘাট রাস্তার টাকাটুকিয়া এলাকা থেকে এসব পেঁয়াজের বস্তা আটক করা হয়।
আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য চন্দ্রপুর গ্রামের শাহিবুর রহমান (৩৫), একই ইউনিয়নের শিমুল তলা গ্রামের মন্নর আলীর ছেলে বাবুল মিয়া (৫৫)।
পুলিশ সূত্রে জানাযায়, তাহিরপুর সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে একটি ট্রাকে করে ১২০মণ ভারতীয় পেঁয়াজ আনা হচ্ছিল। তাহিরপুর-বাদাঘাট রাস্তা দিয়ে এসব পেঁয়াজ পরিবহণের সময় পুলিশ ট্রাকসহ জব্দ করে। পরে এরসঙ্গে জড়িত ইউপি সদস্য ও ড্রাইভারকে আটক করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।