ঠাকুরগাঁও জেলা পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান পদে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল
- আপডেট সময় : ০৮:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / 49
ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা মো. মনজুরুল হাসান জানান, মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম এ মঈন এর মনোনয়ন বাতিল করা হয়।
অন্যদিকে কাগজপত্র ঠিক থাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা এবং জেলা যুবলীগের সভাপতি মো. আব্দুল মজিদ এর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
এই উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দের তারিখ ২২ ফেব্রুয়ারি।
জেলার পাঁচটি উপজেলার প্রত্যেকটিতে একটি করে ভোট কেন্দ্র স্থাপনের কথা জানিয়ে তিনি আরও জানান, মোট ৭৫৮ জন ভোটার (স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি) স্ব স্ব উপজেলার কেন্দ্রে ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবেন।
গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী মারা যাওয়ায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়। আগামী ০৯ মার্চ উপ-নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।